Thursday, March 8, 2007
ভগম ভগ (২০০৬)
মালায়লম সিনেমা রামজি রাও স্পিকিং থেকে হিন্দি সিনেমা হেরা ফেরি তৈরি হয়েছিল। রামজি রাও স্পিকিং-এর সিকোয়েল মান্নার মাথাই স্পিকিং। সেই মান্নার মাথাই স্পিকিং-এর রিমেক হলো ভগম ভগ। ফলে, ভগম ভগ হলো সম্পর্কে ফির হেরা ফেরির চাচাতো ভাইয়ের মামাতো বোনের ননদের ভাশুর। বলাবাহুল্য এইটাও কমেডি মুভি। পরেশ রাওয়াল একটা থিয়েটার চালান। সেইখানে অক্ষয় আর গোবিন্দ নায়িকার ডিস্টার্ব নষ্ট করে। তাই নায়িকা ভেগে যায়। কিন্তু দলকে লন্ডনে শো করতে হবে। সেখানে গিয়ে নায়কদের নায়িকা খুঁজে বের করতে হবে। নায়িকা খুড়তে গিয়ে তারা এক সাপের খোড়ল খুঁজে পায়। আর যায় কোথায়? সিরিয়াস আবহে কিঞ্চিত কম্মেডি। অত হংস করা গেল না বটে, তবে সাঁতার মোটামোটি কাটা গেল। পরিচালক প্রিয়দর্শন। আর মূল লড়কি লারা দত্ত।
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
add kore dilam..
apnar blogdutoy ei link ta rakhle valo hoy:
http://banglaunicode.blogspot.com/
Post a Comment