Monday, March 5, 2007

অক্টোপুসি (১৯৮৩)


জেমস বন্ডের যে সিনেমাগুলো দেখা হয়নি তার মধ্যে অক্টোপুসি অন্যতম। সেদিন হঠাৎ দেখার সুযোগ হলো। সিনেমাটা দেখতে দেখতে একটু শিহরিত হচ্ছিলাম। কোনো রোমান্স, সাসপেন্স, থ্রিল নয়, ভারতের পটভূমিতে অক্টোপুসির কাহিনীর অনেকটা ঘটেছে এটা দেখে ভাল লাগছিল। অক্টোপুসির গল্পটা ইয়ান ফেমিং লিখেছিলেন ১৯৬৬ সালে। ১৯৬৬ পর্যন্ত ব্রিটিশ ইনডিয়ার স্মৃতি হয়তো তাকে বিষণ্ন করে তুলতো। ফলে তার নায়ক সোভিয়েত সমর্থনপুষ্ট দুষ্টলোকের পেছন পেছন ইনডিয়ায় চলে এসেছে। আর সে ইনডিয়ার অনেকটাই ব্রিটিশ ইনডিয়া। অর্থাৎ অরিয়েন্টাল ইন্ডিয়া। রহস্যমানবী অক্টোপুসি শাড়ি পরে অভিনয় করছেন। তার দলের সদস্যরাও মোটামুটি নিজেদের সাজ পোশাকে অরিয়েন্টাল ভাবধারা সাঙ্গ করেছেন।
আফগান রাজপুত্র, ভারতীয় ভিলেন আর সোভিয়েত সামরিক কর্মকর্তা বিরুদ্ধে জেমস বন্ড আর অক্টোপুসি। মাঝখানে তাদের পেয়ার মহব্বত।
ভিলেনরা আনবিক বোমা ফোটাবে আমেরিকান মিলিটারি বেসে। জেমস বন্ড প্রতিহত করলো সে অভিযান। আর সুখে শান্তিতে মৌজ করতে থাকলো।
সে তো পুরনো কাহিনী। কিন্তু জেমস বন্ডের ইনডিয়া সত্যিই ইন্টারেস্টিং।
এই পোস্টটা সামহোয়ার ইন ব্লগে করার পর তিমির বললেন, ইয়ান ফ্লেমিংয়ের কাহিনীতে ইন্ডিয়া প্রসঙ্গ নেই। তার মানে এটি বিশেষভাবে ডিরেক্টরের সৃষ্টি। মুভিটির ডিরেক্টর জন গ্লেন।

No comments: